Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে জয় শাহরিয়ারের সিঙ্গেল


২৫ মে ২০১৮ ১৮:০৮ | আপডেট: ২৫ মে ২০১৮ ১৮:১৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সিঙ্গেল। গানটির শিরোনাম ‘সত্যি করে বলো’, প্রকাশ করবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। আর এই গানের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবে জয় ও সংগীতা।

‘সত্যি করে বলো’ গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার নিজেই। গানটি অন্তর্জালে আসবে জুনের প্রথম দিন। এর একটি মিউজিক ভিভিও নির্মিত হবে। মিউজিক ভিডিওতে কে অভিনয় করবেন, কে পরিচালনা করবেন, তা জানা যাবে শিগগিরই।

গানটি প্রসঙ্গে জয় বলেন, ‘এটা একটা রক জনরার গান। আমাকে শ্রোতারা আগে যেভাবে পেয়েছেন, এই গানেও সেই ঢংয়েই পাবেন।’

নতুন গান প্রকাশের খবরের সঙ্গে আরও একটি খবর আছে জয় ভক্তদের জন্য। আর সেটি হলো নাটকে গান করেছেন জয় শাহরিয়ার আর কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পারভেজ। প্রচার হবে চ্যানেল আইতে, ঈদ অনুষ্ঠানমালায়।

সাজ্জাদ সুমন পরিচালিত নাটকটির নাম ‘কলুর বলদ’। এই নাটকে ‘যাচ্ছি ছেড়ে মা’ শিরোনামের একটি গান করেছেন জয়। গানের কথা, সুর-সংগীতায়োজন তার করা। প্রবাসীদের জীবন-সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। সেই আবেদন নিয়ে তৈরি হয়েছে গানটি।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর