Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৯:১০ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৯:২৪

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। যদিও এটি আগে বলা হয়েছিল ১৯ এপ্রিল। ঈদের পরে অধিকাংশ শিল্পী বাড়িতে থাকবেন তাই এক সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ। এর আগে ২০ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে। তবে চেক বা অনলাইনে চাঁদা পরিশোধের ক্ষেত্রে ১৮ মার্চ বিকেল ৩টার মধ্যে নগদায়ন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল পাঁচটায়।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, মনোনয়ন বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৩ এপ্রিল (প্রতিদ্বন্দ্বি ও প্রতিনিধির উপস্থিতিতে)। আপত্তি ও নিষ্পত্তি করা হবে ৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ০৭ এপ্রিল। এর আগে ৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।

ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সারাবাংলা/এজেডএস

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর