Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩১

নরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ৯ ফেব্রুয়ারি। ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়ে মহা সমারোহে চলছে প্রেক্ষাগৃহগুলোতে। আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) থেকে পেয়ারার সুবাস মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।

ছবিটি অস্ট্রেলিয়ার হয়টস ব্যাংকসটাউন হলে দেখানো হবে শুক্রবার। রোববার (১৮ ফেব্রুয়ারি) দেখানো হবে ক্যাম্পবেল্লটাউন এর ডুমারেস্ক স্ট্রিট সিনেমাতে। বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে www.bongozfilms.com এ।

বিজ্ঞাপন

৯২ মিনিটের এই সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার দর্শক নন্দিত জয়া আহসান, গুণী অভিনেতা তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’। দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্ট সহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত হয়েছিল।

সারাবাংলা/এজেডএস

অস্ট্রেলিয়া পেয়ারার সুবাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর