Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ হলে অপু-জয়ের ট্র্যাপ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১০

অপু বিশ্বাস ও জয় চৌধুরী জুটির দ্বিতীয় ছবি ‘ট্র্যাপ’। দ্বীন পরিচালিত ছবিটি শুক্রবার ।(৯ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পেয়েছে। এটি দেশের ২০টি সিনেমা হলে।

যেসকল সিনেমা হল ট্র্যাপ চলছে:

ব্লকবাস্টার সিনেমাস [যমুনা ফিউচার পার্ক, ঢাকা], সিলভার স্ক্রিন [চট্টগ্রাম], ম্যাজিক মুভি থিয়েটার [দিয়াবাড়ী, উত্তরা], চিত্রামহল [ঢাকা], আনন্দ [ঢাকা], বিজিবি অডিটোরিয়াম [ঢাকা], নিউ গুলশান [জিঞ্জিরা], চাঁদমহল [কাঁচপুর], সাবা সোহানা সিনেপ্লেক্স [টঙ্গী], বর্ষা [জয়দেবপুর], নিউ মেট্রো [নারায়ণগঞ্জ], মধুবন সিনেপ্লেক্স [বগুড়া], রাজ তিলক [রাজশাহী], তামান্না [সৈয়দপুর], আনন্দ [গুরুদাসপুর], মোহন [হবিগঞ্জ], মাধবী [মধুপুর], চন্দ্রিমা [শ্রীপুর], সঙ্গীতা [খুলনা], সেনা অডিটোরিয়াম [ঢাকা ক্যান্টনমেন্ট]।

ট্র্যাপ সিনেমাটি নিয়ে নায়ক জয় বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।

সিনেমাটিতে অপু-জয় ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস জয় চৌধুরী ট্র্যাপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর