Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তটিনীর ‘একটাই তুমি’ জোভান!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৫

অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে, ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান চেষ্টা করে ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু।

গল্পের শুরুটা এমন, বেশ পারিবারিক আবহে। আর এই আয়ান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে তৈরি হওয়া বিশেষ এই নাটকটির নাম ‘একটাই তুমি’। এতে আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী।

বিজ্ঞাপন

সিএমভি’র ব্যানারে শুভ্র আহসানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাশরিকুল আলম।

নাটকটি সম্পর্কে নির্মাতার অভিমত এমন, পারিবারিক আবহে অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প এটি। সংশ্লিষ্টরা মনে করেন, এমন নিখাদ প্রেমের গল্প সচরাচর দেখা যায় না। যেমনটা দেখাবেন এবার জোভান-তটিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ।

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘একটাই তুমি’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

একটাই তুমি জোভান তটিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর