Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন প্রযোজক নেতা খসরু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০

প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুর মা ফিরোজা বেগম মারা গিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ফিরোজা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা ও পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানা। তিনি জানান, আজ দুপুরে খোরশেদ আলম খসরুর মারা গেছেন। বাদ মাগরিব ঢাকা জুট মিল কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞাপন

খোরশেদ আলম খসরু বলেন, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ্‌ যেন তার বেহেশত নসীব করেন।

তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সভাপতি প্রার্থী সামসুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/এজেডএস

খোরেশেদ আলম খসরু ফিরোজা বেগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর