Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয়-মাহির ‘স্বপ্নের বাসর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬

সালাউদ্দিন। পেশায় অটোরিক্সা চলক। অনেক রোম্যান্টিক স্বপ্ন নিয়ে সম্প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে বাবা-মায়ের সঙ্গে এক কামরার ঘরে তোলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে বার বার বাধা হয়ে দাঁড়ায় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা! স্বপ্নের বাসর আর বাস্তবে ধরা দেয়না সালাউদ্দিন-জেসমিন দম্পতির জীবনে।

এমনই এক সিরিয়াস অথচ মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। দুজনকে নিয়ে ‘স্বপ্নের বাসর’ নামের নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। চিত্রনাট্যও তারই। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

বিজ্ঞাপন

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন, ‘ঢাকা শহরের একজন সিনএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে। যেখানে মজাও আছে আবার কঠিন বাস্তবতাও। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ‘স্বপ্নের বাসর’ শিগগিরই উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

নিলয় মাহি স্বপ্নের বাসর