Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন আরিফিন শুভর মা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৬:১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা আরিফিন শুভ মাতৃহারা হলেন। তার মা খাইরুন নাহার বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত সাত বছর ধরে অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ৮টা ১৬ মিনিটে শুভ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এর পর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।

বিজ্ঞাপন

বাদ ফজর ঢাকার কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশা আল্লাহ।’

২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ধ্যাততেরিকি’। সিনেমা মুক্তির একদিন আগে শুভ যখন সিনেমার প্রচারে একটি টেলিভিশনের অফিসে, তখনই খবর আসে, মায়ের অসুখ বেড়েছে। সব ফেলে কারওয়ান বাজার থেকে শুভ ছুটলেন ময়মনসিংহে। সেদিন রাত দেড়টায় মাকে নিয়ে ঢাকায় ফেরেন। এর পর থেকে মায়ের অসুখ কখনো কমেছে, আবার কখনো বেড়েছে। এমনও হয়েছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে দেখা নেই আরিফিন শুভর।

যে সিনেমার জন্য প্রায় ১১ মাস পরিশ্রম করলেন, সেই সিনেমার ফার্স্ট লুকের অনুষ্ঠানে শুভ কেন দেরিতে উপস্থিত, তা নিয়ে যখন আলোচনা, ঠিক তখনই শুভ জানালেন, দুই দিন ধরে তার মা হাসপাতালে, তিনি সেখান থেকেই এলেন। সময় যাচ্ছে, শুভর মায়ের অসুস্থতাও বাড়ছে, এমনটাই তখন গণমাধ্যমে জানিয়েছিলেন শুভ।

বিজ্ঞাপন

গত বছরে ফেব্রুয়ারিতে শুভ জন্মদিনটা মাকে নিয়ে কাটিয়েছিলেন শ্যামলীর একটি হাসপাতালে। সর্বশেষ, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন শুভর মা। এর পর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ খাইরুন নাহার মা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর