Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরদৌসের মাইক এবার কলকাতায়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৮:০০

নব নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের মাইক এবার কলকাতা নন্দনে। এটি কোন নির্বাচনী প্রচারের মাইক নয়, এটি এফ এম শাহীন নিবেদিত ও হাসান জাফরুল পরিচালিত ছবি। গৌরব ‘৭১ এর প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে।

ছবিটিতে ফেরদৌস ছাড়াও তানভিন সুইটি,তারিক আনাম খান,নাদের চৌধুরী একঝাঁক শিশু শিল্পী। ছবি গেল বছরের ১৩ আগস্ট মুক্তি পায়।

বিজ্ঞাপন

২১ জানুয়ারি বিকাল ৫ টায় নন্দনে মাইকের বিশেষ প্রদর্শনীটি আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস। আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। ছবিটি ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

নন্দন ফেরদৌস মাইক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর