Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুম্পা সিকদার বিটিভির রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে মনোনীত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৮:৪৪

বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক রুম্পা সিকদার। তিনি ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাদারীপুরে কর্মজীবন শুরু করেন। এরপরে তিনি বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমির) দায়িত্ব পালন করেন।

তিনি ৩ বছরের অধিক সময় ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

রুম্পা সিকদার ২০১৫ সাল থেকে বরিশাল বেতারে রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন।

আলাপকালে রূপা শিকদার বলেন, সংগীত গুরুমুখী শিক্ষা, আমি শ্রদ্ধা জানাই আমার সংগীত জীবনের সকল শিক্ষককে। চাকুরীর ও দুই সন্তানের মায়ের দায়িত্ব পালন করে সংগীত চর্চা করা কঠিন, তারপরেও আমি সংগীতকে ভালোবাসি চেষ্টা করে যাচ্ছি। সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি।

সারাবাংলা/এজেডএস

বিটিভি রবীন্দ্র সংগীতশিল্পী রুম্পা সিকদার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর