Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঙ্গি-গামছার পর ‘অপারেশন জ্যাকপট’-এ নতুন লুকে অনন্ত জলিল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৮:০১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১৮:২৫

গেল সপ্তাহে লুঙ্গি-গামছা পরে ‘অপারেশন জ্যাকপট’ ছবি শুটিং করেছেন অনন্ত জলিল। তখন মুখে ছিল ফ্র্যান্স কাট দাড়ি-গোঁফ। এবার তিনি ছবিটিতে তার নতুন লুক প্রকাশ করেছেন। তবে এবারের লুকে দাড়িগোঁফ নেই, ক্লিন শেভড। এ ছবির কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে অনন্ত লিখেন, তিনি এই লুকে ছবিতে হাজির হবেন।

‘অপারেশন জ্যাকপট’ ছবিতে ক্যাপ্টেন ওয়াহিদের চরিত্রে দেখা যাবে অনন্ত জলিল। যিনি ১৯৭১ সালে নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। এর আগে অনন্ত জানান, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি দর্শকরা। তাই এই ওয়াহিদ চরিত্রটি তার দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে।

বিজ্ঞাপন

অনন্ত জলিল বলেন, ইতিহাসকে তুনে আনার জন্য এই ছবিটি করছি। এন্টারটেইনমেন্টের মাধ্যমে দর্শক ইতিহাস জানতে পারবে। এটি দেখে দর্শক প্রাউড ফিল করবে।

মুক্তিযুদ্ধ চলাকালীন নৌ সেক্টরের পরিচালনায় সফলতম গেরিলা অপারেশন ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিতি। এই অপারেশন ৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।

সেই প্রেক্ষাপট উঠে আসছে সিনেমার পর্দায়। এই ঘটনা নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পিরিওডিক্যাল ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

অনন্ত জলিল ছাড়াও ছবিতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, শহিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অনন্ত জলিল অপারেশন জলিল