Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশাল ভরদ্বাজের ছবিতে শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জানুয়ারি ২০২৪ ১৪:৩৯

গত বছরটা দারুণ গিয়েছে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জাওয়ান’ ব্লকবাস্টার এবং ‘ডানকি’ হিট হয়েছে। তাই তার ভক্তরা মুখিয়ে আছেন তাকে পরবর্তী কোন ছবিতে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তরফে বলা হচ্ছে বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।

পত্রিকাটি সূত্রের বরাদ দিয়ে জানাচ্ছে, ‘কানাঘুষোয় শোনা যাচ্ছে শাহরুখ খান এবার বিশাল ভরদ্বাজের একটি ছবিতে সই করতে চলেছেন। তিনি ভক্তদের যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের কাজ করে চমকে দেবেন সেটা তিনি রাখছেন।’ এই সূত্রের তরফে আরও জানানো হয় যে এটি একটি টিপিক্যাল বিশাল ভরদ্বাজ ফিল্ম হবে যেখানে থ্রিল থাকবে, সঙ্গে একাধিক শেড থাকবে চরিত্রদের যেমনটা তার অন্যান্য প্রজেক্টে দেখা যায়।

বিজ্ঞাপন

৫৮ বছর বয়সী যুবক শাহরুখ খান এই বছর বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করতে চান যাতে বিভিন্ন ধরনের চরিত্রে দর্শকরা তাকে দেখতে পান। শাহরুখের যা ইমেজ সেটা বিশাল ভরদ্বাজের সিনেমাটিক ওয়ার্ল্ডের সঙ্গে একেবারেই খাপ খায় না। কিন্তু তবুও তিনি এই কাজটি করতে চান অন্য ধরনের কাজ করার আশায়। জানা গিয়েছে শাহরুখের নাকি দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্ট। বর্তমানে এই বিষয়ে আলোচনা করছেন।

সারাবাংলা/এজেডএস

বিশাল ভরদ্বাজ শাহরুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর