Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিব’ সিনেমার নায়ক শুভ পেলেন ১০ কাঠার প্লট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ২০:৪২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সে ছবিতে অভিনয়ের জন্য শুভ মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তিনি এবার পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ পেলেন।

গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা গণমাধ্যমকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনও জায়গা নেই।’

বিজ্ঞাপন

২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

এ বিষয়ে আরিফিন শুভর কাছে জানতে চাইলে তিনি এখনও কিছু জানেন না বলে জানান। তবে রাউজক কর্মকর্তারা জানিয়েছেন শুভর বসুন্ধরার বাসার ঠিকানায় প্লট বরাদ্দের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেডএস

১০ কাঠা আরিফিন শুভ পূর্বাচল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর