জয়া আসছেন ‘ভূতপরী’ হয়ে
১ জানুয়ারি ২০২৪ ২১:০৩
ক্যারিয়ারের বৃহস্পতি তুঙ্গে বলা যায় জয়া আহসানের। একের পর এক দারুণ ছবি উপহার দিচ্ছেন ভক্ত-অনুরাগীদের। বছরের প্রথম দিনে তেমনই এক চমক দেখালেন ‘ভূতপরী’ হয়ে। ভারতীয় বাংলা ছবিটির একটি মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। সে পোস্টারে জয়ার লুক, গেটআপ প্রশংসিত হচ্ছে।
পোস্টারটিতে দেখা যায়, ভূতপরী সেজে গাছে ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া! পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।
ছবিটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’ এরপরই জানালেন নতুন বছরের নতুন ভূত, ভূতপরী। আসছে ‘ভূতপরী’। ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!
এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।
সারাবাংলা/এজেডএস