Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে ‘সাম্রাজ্যে’-এর কনসেপ্ট পোস্টার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২২:১৩

খিজির হায়াত খানের পরবর্তী সিনেমা ‘সাম্রাজ্য’। ছবিটি তিনি নির্মাণ করছেন বিখ্যাত ‘গডফাদার’ সিনেমার অনুপ্রেরণায়। গেল সেপ্টেম্বরে ঘোষণার পর রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি প্রকাশ করলেন ছবিটির কনসেপ্ট পোস্টার।

যাতে দেখা যাচ্ছে একটি দাবার কোর্ট। কিন্তু গুটি ও কোর্ট রক্তের রঙে রঙিন হয়েছে। ছবির নামের টাইপোগ্রাফিতেও ছোপ ছোপ রক্তের ছাপ। নিচে লেখা ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। পরিচালক খিজির জানালেন, তারা পোস্টারটি দ্বারা আপাতত দর্শকদের ছবিটি মূল ভাবনা সম্পর্কে ধারণা দিতে চেয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে ছবিটির চিত্রনাট্যের তৃতীয় খসড়ার কাজ চলছে। আরও এক মাস লাগবে চূড়ান্ত হতে চিত্রনাট্য। এরপর তারা শিল্পীসহ অন্যান্য জিনিস ঠিক করবেন। আর শুটিং শুরু করবেন নতুন বছরের মাঝামাঝিতে।

চলচ্চিত্র নির্মাতা যারা হতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য একটি সিনেমা─ ‘দ্য গডফাদার’। বলা হয় এ পৃথিবীতে যত ক্রাইম থ্রিলার ছবি হবে তা দ্য গডফাদারকে ছাড়িয়ে যেতে পারবে না। বিখ্যাত ঔপনাসিক মারি পূজো লিখেছিলেন উপন্যাসটি। ১৯৬৯ সালে বিখ্যাত উপন্যাসটি জনপ্রিয় হওয়ার আগেই এর স্বত্ব কিনে নেয় হলিউডের পারমাউন্ড পিকচার্স। যদিও উপন্যাসটি পরবর্তীতে ৩ কোটির বেশি কপি বিক্রি হয়েছিল। পারমাউন্ড পিকচার্স ছবি নির্মাণের দায়িত্ব দেয় ফ্রান্সিস ফোর্ড কাপেলোকে। ১৯৭২ সালের ১৪ মার্চ মুক্তির পর তো ইতিহাস সৃষ্টি করলো। শুধু ব্যবসায়িক দিয়ে নয়, পৃথিবীর অন্য সেরা মাফিয়া ক্লাসিক এটি।

মূল উপন্যাস বা ছবির গল্প নিউইয়র্কের এক মাফিয়া পরিবারকে নিয়ে। যাদের কথায় ইশারায় পুরো নগর চলে। খিজির ‘সাম্রাজ্য’-ও মফস্বলের এক মাফিয়া পরিবারকে নিয়ে। তারা তাদের রাজত্ব বজায় রাখার জন্য কি কি করে তার সবই দেখানোর চেষ্টা থাকবে ছবিতে। খিজির এক্ষেত্রে সহায়তা নিয়েছেন ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা থেকে। তিনি বলেছেন, আমার ছবিটির গল্প আমি তুলে এনেছি আমার দেখা মফস্বল ও ঢাকা শহর থেকে।

বিজ্ঞাপন

‘দ্য গডফাদারে-এ কিংবদন্তি অভিনেতা মার্লোন ব্রান্ডো ও আল পাচিনোর অভিনয় এখনও দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করে। খিজিরের ছবিতে কে অভিনয় করবেন এমন চরিত্রে? ‘আমি অবশ্যই শক্তিশালী কাউকে নিব। কাকে নিবো তা আমার চিন্তায় আছে। তবে তার সঙ্গে যেহেতু কথা বলেনি এখনও তাই নামটি বলছি না’─বলেন খিজির।

‘জাগো’, ‘ওরা ৭জন’সহ নিজের পরিচালিত বা প্রযোজিত সকল ছবিতেই খিজিরকে অভিনয় করতে দেখা গেছে। এবার এমন ভাবনা আছে কিনা নাকি নেই? এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বলেন, ‘আমি যদি চরিত্র ও বয়স অনুযায়ী সঠিক অভিনেতা এবং আমার বাজেটের মধ্যে কাউকে পেয়ে যাই তাহলে আমি অভিনয় করার তো দরকার পড়বে না।’

আমাদের দেশের ছবিগুলোতে গডফাদারদের পরাজয় দেখানো হয় না। তবে ‘সাম্রাজ্য’-এ গডফাদারদের জয়-পরাজয় দুটো থাকবে বলে জানালেন খিজির। চিত্রনাট্য চূড়ান্ত হলে ছবিটির ফান্ডিংয়ের দিকে মনযোগ দিবেন। তবে এক্ষেত্রে তিনি দেশেই প্রযোজক খুঁজবেন। এরপর শুটিংয়ে যাবেন।

সারাবাংলা/এজেডএস

কনসেপ্ট পোস্টার খিজির হায়াত খান সাম্রাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর