Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘ওমর’-এর ফার্স্ট লুক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কথা দিয়েছিলেন বছরের শেষ সন্ধ্যায় উপহার দিবেন তার পরবর্তী ছবি ‘ওমর’-এর ফার্স্ট লুক। দেওয়া কথা অনুযায়ী রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখা মিলেছে অন্যরকম শরিফুল রাজের।

‘ওমর’র ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, ধূসর সাদা হুডিতে মোড়ানো শরিফুল রাজ। মুখ ভর্তি খোঁচা দাড়ি। চোখের এক্সপ্রেশন সাসপেন্সে ভরা। পরাণ, হাওয়া, দামাল ছবি দিয়ে বড়পর্দায় আলোচনায় এসেছিলেন শরিফুল রাজ। ধারণা করা যাচ্ছে, ‘ওমর’ ছবি দিয়ে ফের নজর কাড়তে পারেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

রাজ ছাড়াও ‘ওমর’ ছবিতে আরও থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। গেল সেপ্টেম্বরে ‘ওমর’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।

সারাবাংলা/এজেডএস

ওমর ফার্স্ট লুক

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর