Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংরেজি গান নিয়ে আসছেন লেনিন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২১:৩৬

নব্বই দশকের শেষের দিকে অর্থাৎ ২০০০ সালে ‘নিঝুম রাতে’ শিরোনামের অ্যালবাম দিয়ে গানের ভুবনে পথচলা শুরু করেন শ্রোতাপ্রিয় গায়ক, মডেল ও উপস্থাপক মীর শরীফ হাসান লেনিন। অনেকের কাছে তিনি লেনিন খান নামে পরিচিত। এরপর প্রকাশ পায় ‘ভালোবাসার ময়না আমার’, ‘লাল শাড়িতে ময়না আমার’, ‘প্রিয় থেকে প্রিয়জন’সহ মোট ছয়টি অ্যালবাম। এই গায়ক এ পর্যন্ত প্রায় একশো মৌলিক গান গেয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল।

বিজ্ঞাপন

এই গায়কের ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ প্রকাশের পর শ্রোতামহলে বেশ সাড়া ফেলে। অন্তর্জালে গানটি ব্যাপক ভাবে ছড়িয়ে আছে। গানটি লিখেছেন লেনিনের মা সংসদ সদস্য হোসনে আরা। গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন লেনিন। সঙ্গীতায়োজন করেন ভারতের রকেট মন্ডল।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি ভারতকে সম্মান জানিয়ে হিন্দিতে প্রকাশ পায়। নতুন বছরে গানটি নতুন ভাবে ইংরেজিতে আসছে। এই প্রথম বঙ্গবন্ধুর কোন গান বাংলার পরে হিন্দি এবং ইংরেজিতে আসছে। লেনিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ইংরেজি ভার্সন মুক্তি পাবে। আন্তর্জাতিক ভাবে গানটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান এই শিল্পী।

লেনিন বলেন, বাঙালির অবস্থানে নির্দিষ্ট কোনো মানচিত্র নেই। বাঙালি এত বেশি প্রসারিত বহির্বিশ্বে তাদের সবার কাছে পৌঁছে দিতেই আমার এ উদ্যোগ। গানটি বিশ্বে ছড়িয়ে দিতে চাই। গানটি মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের। এই গানের কারণে প্রধানমন্ত্রী আমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন। এছাড়াও নতুন বছর বেশকিছু নতুন গান আসবে। গানগুলো মুক্তির জন্য প্রস্তুত আছে। আমার ইউটিউব চ্যানেল থেকে নাটক প্রকাশেরও উদ্যোগ নিয়েছি।

যোগ করে লেনিন আরো বলেন, স্বাধীনতা নিয়ে আরও গান হওয়া উচিত। ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ গানটি বাংলাদেশে অদূর ভবিষ্যতে হাজার বছর বেঁচে থাকবে বলে মনে করি। গানটি প্রকাশের পর শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ নিজেদের কণ্ঠে গেয়েছেন। ফেসবুক ও ইউটিউবে গানটি ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন শিল্পী হিসেবে এটাই প্রাপ্তি যে, সব শ্রেণির মানুষ আমার গানটি পছন্দ করেছেন।

বিজ্ঞাপন

ইউরোপ, ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, আরব আমিরাত, থাইল্যান্ড, ভারত’সহ বেশকিছু দেশে স্টেজ শো করেছেন লেনিন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ শ্রেণির কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত তিনি। এছাড়া বিটিভিতে উপস্থাপক হিসেবেও তালিকাভুক্ত তিনি।

সারাবাংলা/এজেডএস

লেলিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর