Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুটি হলেন ফেরদৌস-পরীমণি

এন্টারটেইনমেন্টঁ করেসপনডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩৪

ফেরদৌস ও পরীমণি দুজনেই চলচ্চিত্রের দুই প্রজন্মের জনপ্রিয় নায়ক-নায়িকা। তাদেরকে জুটি করে অনেকেই ছবি বানানোর কথা বললেও কেউ এখন পর্যন্ত তা করেননি। তবে আপাতত ছবি বানানো না হলেও তাদেরকে জুটিবদ্ধ করেছেন ইফতেখার চৌধুরী একটি বিজ্ঞাপনচিত্রে। যেটির শুটিং হয়েছে এফডিসির ৭নং ফ্লোরে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কারণ নতুন কিছু দেখতে পাবে তারা। এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে। তবে আমরা এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।

সারাবাংলা/এজেডএস

পরিমণি ফেরদৌস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর