Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে ডিপজলকে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৫২

গেল কয়েক বছর ধরে জনপ্রিয় অভিনেতা ডিপজলের শরীরটা খুব ভালো যাচ্ছে না। অনেকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বেশ কয়েকবার দেশের বাইরেও যেতে হয়েছে। তিনি আবারও চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানিয়েছেন তিনি নিজেই।

ডিপজল লিখেছেন, , হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

বিজ্ঞাপন

ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার বলেন, গত তিন দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন।

ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মিশা সওদাগর। তিনি বলেন, আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুইদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করছেন আরও বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। ২/১ দিনের মধ্যে তিনি সিঙ্গাপুরে যাবেন। সবাই দোয়া করবেন।

এর আগে, গেল ৯ আগস্ট (বুধবার) চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া গত মার্চে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে এই খল অভিনেতার চোখের অপারেশন হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে রূপালি ভুবনে পা রাখেন ডিপজল। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাবিলদার’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘জিম্মি’, ‘বাংলার হারকিউলিস’ ইত্যাদি।

সারাবাংলা/এজেডএস

চিকিৎসা ডিপজল সিঙ্গাপুর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর