নায়ক হিসেবে অবসরে যাবেন ফেরদৌস
২৯ নভেম্বর ২০২৩ ১৭:৪৫
‘হঠাৎ বৃষ্টি’খ্যাত চিত্রনায়ক ফেরদৌসের চলচ্চিত্র ক্যারিয়ার ২৬ বছর পূর্ণ হয়েছে গেল সপ্তাহে। আর এ সপ্তাহে তিনি আওয়ামী লীগ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছে। বর্তমানে ব্যস্ত রয়েছেন নির্বাচনী প্রচারণায়। এরমধ্যেই মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের। সেখানেই জানালেন, সংসদ সদস্য নির্বাচিত হলেও অভিনয় চালিয়ে যাবেন। তবে কখনও বাবার চরিত্রে অভিনয় করবেন না। নায়ক হিসেবেই অভিনয় থেকে অবসরে যেতে চান।
ফেরদৌস জানান, সকলের সমর্থনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাই বিপুল ভোটে জিতে মালা পরতে ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
নির্বাচন যতো ঘনিয়ে আসছে, প্রার্থী হিসেবে দুই বাংলার সুপরিচিত এই নায়কের ব্যস্ততা ততোই বাড়ছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন। নির্বাচনী এলাকা পরিদর্শক করছেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।
ফেরদৌস বলেন, এতোদিন পর্দার নায়ক ছিলাম। এবার বাস্তবের নায়ক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই। তাই যেখানে থাকবো নায়ক হিসেবে থাকতে চাই। রাজনীতিতে নিয়মিত হলেও যদি মনের মতো সিনেমা পাই, তবে বছরে কম করে হলেও একটি সিনেমা করবো।
নির্বাচিত হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কী করবেন জানতে চাইলে ফেরদৌস বলেন, শিল্প সংস্কৃতি শিক্ষায় তিনটি সেক্টর নিয়ে আমি কাজ করতে চাইবো।
তাছাড়া অনেকে সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন চান। তাদের কথা, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা বিরাজমান। পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি আছে।
ফেরদৌস বলেন, এগুলো আমাদের নিজেদের সৃষ্টি। এসব সমস্যার সমাধানে কাজ করবো।
চলচ্চিত্রে ফেরদৌসের ক্যারিয়ার প্রায় ২৬ বছর। এজন্য তিনি নিজেকে আগাগোড়া সিনেমার মানুষ মনে করেন। ফেরদৌসের ভাষ্য, সিনেমাই আজকে আমাকে নায়ক ফেরদৌস বানিয়েছে।
তিনি বলেন, যেহেতু আমি সিনেমার মানুষ, তাই বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মান দেওয়ার চেষ্টা করবো। একসময় অনুদানের সিনেমা মানুষ সিনেমা হলে গিয়ে দেখতো না। সেই অনুদানের সিনেমা এখন সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে। অনেক পুরস্কার ও সম্মাননা বয়ে আনছে।
“আমাদের প্রধানমন্ত্রী ভীষণ শিল্পী প্রিয় এবং সাংস্কৃতিমনা ব্যক্তি। সাংস্কৃতিকে ভালোবাসেন বলেই তিনি আজকে আমাকে এখানে এসেছেন। তার উৎসাহ পেয়ে রাজনীতির মাঠে নেমেছি। ওবায়দুল কাদের স্যারও আমাকে দীর্ঘদিন আগে রাজনীতিতে আসার কথা বলেছিলেন। আসলে অল্পসময়ে সবার যেভাবে সমর্থন পাচ্ছি আশা করছি সিনেমার মতো বাস্তবেও সবার মন জয় করতে পারবো।
সারাবাংলা/এজেডএস