Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশা সওদাগরের নতুন লুকের রহস্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ২২:০৬

আট শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন দাবি করেন মিশা সওদাগর। সাম্প্রতিক সময়ে কিছুটা ব্যস্ততা কমেছে চলচ্চিত্রে। তবে অভিনয় করছেন নিয়মিত। নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে তাকে দেখা যাচ্ছে। সেখানে নানাধরণের চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্রের জনপ্রিয় এ খলঅভিনেতা। সম্প্রতি ফেসবুকের তার পাগলের বেশে কিছু ছবি একজন মেকআপ আর্টিস্ট আপলোড করেছেন। এ ছবিগুলো কিসের? জানতে চাওয়া হয়েছিল তার কাছে।

‘লুকটি কীসের সেটা নিয়ে এখনই বলতে চাই না। তবে দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এভাবেই নিজেকে ভাঙতে-গড়তে চাই,─’ রহস্য উন্মোচন করতে চান নি মিশা সওদাগর।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, একটি নাটকের জন্য মিশা সওদাগরের এই বেশ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের এক ডজনের বেশি সিনেমা। পাশাপাশি একের পর যুক্ত হচ্ছেন নতুন নতুন সিনেমায়।

সারাবাংলা/এজেডএস

মিশা সওদাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর