ফারুকী-জায়েদ জুটি, নাটক নাকি সিনেমা?
২২ নভেম্বর ২০২৩ ১৭:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২০:৩২
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ৩০ নভেম্বর আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর প্রচারণায় দেখা গেল জায়েদ খানকে। তখন সবাই একটু অবাক হয়েছিল। নানারকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ফারুকীকে এর জন্য। কিন্তু এর মাত্র দুদিন পরেই জানা গেল ফারুকীর পরিচালনায় জায়েদ খান অভিনয় করছেন।
প্রথমে খবর এলো, এটি ফারুকীর বিখ্যাত রাজনৈতিক স্যাটায়ার ধারাবাহিক ‘৪২০’-এর সিক্যুয়েল। যেখানে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, আশুতোষ সুজন, নাসিরউদ্দিন খান, জাকিয়া বারী মম। এর নাম ‘৮৪০’।
এরপর খবর এলো নাম ও অভিনয়শিল্পীর তালিকা ঠিক আছে। তবে এটি নাটক নয়, সিনেমা। শুটিং হয়েছে নওগাঁওয়ে। কঠোর গোপনীয়তায় শুটিং হওয়ায় তা কেউ এতদিন জানতে পারেননি। সীমান্তবর্তী এলাকার গল্পে ‘৮৪০’ নির্মিত হয়েছে।
তবে বাদ সাধলেন ফারুকী। ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিলেন। সেখানে বললেন ভিন্ন কথা। তিনি বলছেন, ৪২০ এর কোনো সিক্যুয়েল বানাচ্ছেন না এমন নাটক বা সিনেমাও বানাচ্ছেন না। তাহলে বানাচ্ছেন টা কি?
‘৪২০’ সম্প্রচারিত হয়েছিল ২০০৭ সালে চ্যানেল আইয়ে। আগের বারের মত ‘৮৪০’-এর প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। এটি নির্মিত হচ্ছে তাদেরই ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর জন্য। সে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা সারাবাংলাকে জানিয়েছেন, নাটক কিংবা সিনেমা নয়, ফারুকী মূলত ওয়েব কনটেন্ট বানিয়েছেন জায়েদ খানকে নিয়ে। যাকে ওয়েব ফিল্ম বলা যায়।
তবে এ বিষয়ে ফারুকী কিংবা জায়েদ খান কেউই মুখ খুলেননি।
সারাবাংলা/এজেডএস