জমজ সন্তান এলো সুমাইয়া শিমুর কোল জুড়ে
১৯ নভেম্বর ২০২৩ ২২:৩২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২২:৩৪
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু তার ভক্ত-অনুরাগীদের এক খুশির খবর শুনালেন। তার কোল জুড়ে এসেছে জমজ দুই ফুটফুটে ছেলে শিশু। নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি আনন্দের এ খবরটি সবাইকে জানিয়েছেন।
শিমু খবরটি জানিয়ে লিখেছেন, ‘আপনাদের সবার সঙ্গে একটি খুশির সংবাদ শেয়ার করতে চাই─আমাদের পরিবারটি বড় হয়েছে এবং গর্বের সঙ্গে জানাতে চাই আমরা এখন দুটো আদুরে ছেলে বাচ্চার বাবা মা হয়েছি, ধন্যবাদ ও শুকরিয়া সর্বশক্তিমানের দরবারে! যমজ দুই ভাই এ পৃথিবীতে পা রেখেছে গেল ৮ নভেম্বরের সকাল ১১টা ২৬ মি. ও ১১টা ২৭ মিনিটে। আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ।
জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিমু মা হন। বর্তমানে গুলশানে মায়ের বাসায় রয়েছেন।
২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। এরপর ২০১৭ সালে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন শিমু। এরপর ২০২২ সালে নারীদের জন্য কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে একটি সংস্থা চালু করেছেন তিনি। কর্মহীন ও মানবেতর জীবন কাটাচ্ছেন এ রকম নারীদের সহযোগিতায় সংস্থাটি কাজ করে।
সারাবাংলা/এজেডএস