Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে শুটিং শেষে দেশে শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৯:০৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৯:১১

প্রথমবারের মত প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এ অভিনয় করছেন শাকিব খান। গেল ২৪ অক্টোবর তিনি দেশ থেকে ছবিটির শুটিংয়ের উদ্দেশ্যে যান। ২৭ অক্টোবর ভারতের বেনারসে শুটিং শেষ করেন। টানা শুটিং করে ছবিটির প্রথম লট শেষ করলেন তারা। এ লট শেষ করে শনিবার বিকাল ৩টার ফ্লাইটে দেশে এ পৌঁছেছেন শাকিব।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভক্তরা। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে তার আরেকটি কাজ আসতে যাচ্ছে। সেটি এখনই বিস্তারিত জানাতে চাচ্ছেন না। খুব শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

দরদে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় নায়িকা সোনাল চৌহান। ছবিটির বাজেট বলা হচ্ছে ১০ কোটি টাকা। পরিচালনা করছেন অনন্য মামুন। এর ভারতীয় অংশের শুটিং শেষ হয়েছে ১৬ নভেম্বর।

‘দরদ’র একাধিক স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাকিব-সোনালের রসায়নের প্রশংসা করছেন দর্শকরা। এ নিয়ে ঢালিউড নবাবের মন্তব্য, “ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে; যখন সিনেমায় দেখবে, তখন আরও ভালো লাগবে। আশা করছি ‘দরদ’র গান, উপস্থাপনা, লোকেশন সবার খুব ভালো লাগবে।”

দেশে ফিরেও খুব একটা বিরাম পাচ্ছেন না শাকিব খান। কারণ আগামী মাসেই ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু করবেন বলে জানালেন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আর এই ছবিতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সারাবাংলা/এজেডএস

দরদ শাকিব খান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর