Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ফেরদৌস-পূর্ণিমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৭:৪৯

চলচ্চিত্রে জুটি হিসেবে ফেরদৌস পূর্ণিমা বেশ জনপ্রিয় ছিলেন। এরপর দুজনে জুটি হয়ে উপস্থাপনা শুরু করলেন, সেখানেও তারা জনপ্রিয়তা অর্জন করলেন। মাঝে কিছুদিন দুজনই উপস্থাপনা থেকে বিরতি নিয়েছিলেন। আবার এ উপস্থাপক জুটিকে মঞ্চে একসঙ্গে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ তারা দুজন উপস্থাপনা করবেন।

আগামী ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে যাওয়া এবার আয়োজনটি হবার কথা রয়েছে। এর আগেও তারা এই উপস্থাপনা করেছেন। বরাবরের মতো এবারেও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে। এরই মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আয়োজন এটি। এমন আয়োজনে অংশ হতে পারা আনন্দের।

ফেরদৌস পূর্ণিমা যেকোনো অনুষ্ঠান জমিয়ে ফেলতে পারেন। কারণ দুজনের বন্ধুত্ব যেমন গাঢ়, তেমনি একসঙ্গে শতাধিক অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তারা।

ফেরেদৌস বলেন, ‘সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া থাকলে কাজটি ভালো হয়। সহশিল্পীর পরিচয় ছাপিয়ে পূর্ণিমার সঙ্গে বন্ধুত্ব আমার অনেক দিনের। দুজন আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’

সারাবাংলা/এজেডএস

জাতীয় চলচ্চিত্র পুরসকার ২০২২ পূর্ণিমা ফেরদৌস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর