Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ নভেম্বর ২০২৩ ১৪:৫৯

আর ক’টাদিন পরেই দিওয়ালি। বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। রোববার (৫ নভেম্বর) এমনই এক দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। আর সেখানেই দেখা গেল বলিউড ভাইজান সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সিদ্ধার্থ-কিয়ারাসহ আরও অনেককেই।

একদিকে কালো কার্গো প্যান্ট আর ফুল স্লিভ টি-শার্টে সালমান খান। আর অন্যদিকে লাল-গোলাপি সারারা ড্রেসে হাজির ঐশ্বরিয়া। তবে দীর্ঘ সময় একই পার্টিতে হাজির থাকলেও দুজন দুজনের মুখোমুখি হননি একবারের জন্যও।

বিজ্ঞাপন

এই পার্টিতে এক্কেবারেই নিজস্ব, চির-পরিচিত ভঙ্গীতে পাপারাৎজিদের জন্য পোজ দেন সালমান। যদিও এই মুহুর্তে ‘টাইগার ৩’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারপরও মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টতে হাজির হলেন। অন্যদিকে পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ, কপালে ছোট্ট টিপ, কানে ভারি ঝুমকা, খোলা চুল আর লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে হাজির হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর তার এই লুক দেখে মুগ্ধ নেটপাড়ার নাগরিকরা। কেউ লিখেছেন, ‘ভীষণ সুন্দর, লাবন্যময়ী’, কারো কথায়, ‘উনিই আসল ডিভা’।

এদিকে শাহরুখ না এলেও ডিজাইনার শাড়ি পরে মণীশের পার্টি হাজির হন শাহরুখপত্নী গৌরী খান। এছাড়াও পার্টিতে ছিলেন স্ত্রী মীরা অভিনেতা শাহিদ কাপুর, নীতা আম্বানি, রেখা, দিশা পাটানি, সিদ্ধার্থ-কিয়ারা, ফারহান আখতার ও শিবানী দান্ডেকর, স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন বরুণ ধাওয়ান। ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুরসহ ‘দ্য আর্চিস’ সিনেমার তারকারা।

সারাবাংলা/এএসজি

ঐশ্বরিয়া রাই বচ্চন মণীশ মালহোত্রা সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর