Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তির আগেই সালমানের ‘টাইগার ৩’ নিয়ে উন্মাদনা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৭:২৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১৭:৪১

মুক্তি পেতে এখনো এক সপ্তাহ বাকি। কিন্তু এখনই শুরু হয়ে গেলো ছবির অ্যাডভান্স বুকিং। বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘টাইগার ৩’ নিয়ে ভক্তদের মধ্যে চলছে চরম উত্তেজনা। শোনা যাচ্ছে, সালমান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে শাহরুখের পাশাপাশি হৃতিক রোশনেরও ক্যামিও থাকবে।

বুকমাইশোয়ের ওয়েবসাইট অনুযায়ী সমস্ত মাল্টিপ্লেক্সে প্রায় প্রতি ঘণ্টায় একটা করে শো আছে এই ছবির। এমনকি সকাল ৭টার আগেও শো রয়েছে এই ছবির। মুম্বাইতে আইম্যাক্সে সকাল ৬.০৫-এও শো আছে। রোববার (১২ নভেম্বর) মুম্বাইয়ের লোয়ার প্যারেলের পিভিআর আইকন ফোনিক্স পাল্লাদিয়ামে এই ৬.০৫-এর শো রাখা হয়েছে। এর আগে যখন শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পায় তখনও এই হলে এই সময় শো রাখা হয়েছিল।

অন্যদিকে দীপাবলির রাতে বুকমাইশোয়ের ওয়েবসাইট অনুযায়ী ভারতের হলগুলিতে ‘টাইগার ৩’-এর শেষ শো দেখা যাবে রাত ১১টা ৫৫ মিনিটে। একাধিক হলে এই শো টাইম রাখা হয়েছে।

সালমান খান অভিনীত এই ছবিটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ। এর আগে ২০১২ সালে ‘এক থা টাইগার’ এবং ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে। এবার আসছে ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সালমান ও ক্যাটরিনা কাইফকে। অন্যান্য চরিত্রে আছেন ইমরান হাশমি, রেবতী, প্রমুখ। এছাড়াও পাঠান হিসেবে শাহরুখ এবং কবীর হিসেবে হৃতিকের ক্যামিও থাকবে বলেই শোনা যাচ্ছে।

সারাবাংলা/এএসজি

মুক্তির আগেই সালমানের ‘টাইগার ৩’ নিয়ে উন্মাদনা সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর