Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহাগ রেজার লেখা গানে কণ্ঠ দিলেন রাজীব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৭:২৮

ঢাকা: তরুণ কবি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার সোহাগ রেজার লেখা গানে এবার কন্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা মিজান মাহমুদ রাজীব।

যখন আমি থাকব না/তখন তুমি ভেবে নিও/ আমি আছি…./আমি আছি.. ঐ দূর/দূরের আকাশে’ কথামলায় সাজানো এ গানে কন্ঠ দেওয়া প্রসঙ্গে শিল্পী রাজীব বলেন, সোহাগ রেজার লেখা চমৎকার কথামালায় কন্ঠ দিতে গিয়ে যেন হারানো স্মৃতিতে ফিরে গেলাম এমং তৃপ্তিদায়ক কিছু অনুভূত হলো, হৃদয়ে যেন প্রশান্তির ছোঁয়া লেগে গেল। এই ধরনের গান গাইতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি! স্যাড রোমান্টিক ধাঁচের এই আধুনিক গানটিতে প্রেম-ভালোবাসা, মোহ, আবেগ মিশ্রিত! আশা করি শ্রোতাদের স্মৃতিপটে একটু হলেও নাড়া দিয়ে যাবে।’

বিজ্ঞাপন

গানটির গীতিকার সোহাগ রেজা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আজ থেকে প্রায় বিশ বছর আগে ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্সে পড়াকালীন কবি জসীমউদ্দীনের বাড়ির পাশে জসীম মেলার জন্য নির্ধারিত মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কূলে বসে গোধূলি বেলায় গানটি লেখা হয়েছিল! সে এক দারুণ অনুভূতি! আশা করি শ্রোতারা গানটি শুনে স্মৃতিময় সেই অনুভূতির সাগরে সাঁতার কেটে অসাধারণ ভালোলাগা উপভোগ করতে পারবেন।’

তিনি বলেন, ‘অনেক ভেবে-চিন্তে নিজের গভীর অনুভূতিকে সহজ-সরল শব্দে কথাগুলো প্রকাশ করার আন্তরিক চেষ্টা করা হয়েছে, যা গায়কী, সুর ও ছন্দের মিশ্রণে গানটিকে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। যারা বেশ স্মৃতি কাতর ও স্যাড রোমান্টিক এবং সুরেলা গান পছন্দ করেন তাদের মন ছুঁয়ে যাবে। এমনকি বিভিন্ন শ্রেণির শ্রোতাদের হৃদয়ে স্হান করে নেবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

ইতোপূর্বে দেশের বাংলা সংগীতের কিংবদন্তী সংগীতশিল্পী সামিনা চৌধুরী, আগুন, ফাতেমা তুজ জোহরা, সালমা জাহান এবং তরুণ প্রজন্মের রন্টি দাশ, রাজা বশীর, হুমায়রা বশীর, আফসানা ফেরদৌস রুনা, বাবু সরকার, প্রণব চক্রবর্তী পার্থ, স্বীকৃতি, ক্লোজ-আপ খ্যাত শিল্পী নিশীতা বড়ুয়াসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীরা সোহাগ রেজার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। বেশ কয়েকটি গান শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে। এবারের গানটিও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে মনে করেন সোহাগ রেজা।

সারাবাংলা/এজেড

সারাবাংলা/এজেডএস

রাজীব সোহাগ রেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর