Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো একসঙ্গে জাহিদ, চঞ্চল, তিশা


১৭ মে ২০১৮ ১৩:২৪ | আপডেট: ১৭ মে ২০১৮ ১৩:৫৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরোজ তিশা। ছোট এবং বড় পর্দার জনপ্রিয় তিন তারকা। প্রথমবারের মতো এই তিন তারকা একসঙ্গে অভিনয় করছেন। ঈদের জন্য নির্মিতব্য ৭ পর্বের ধারাবাহিক ‘ফেয়ার প্লে’ নাটকে জনপ্রিয় তিনজনকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এ প্রসঙ্গে কথা হয় জাহিদ হাসানের সঙ্গে। তিনি জানান, আলাদা আলাদাভাবে অভিনয় করলেও তিনজনের একসঙ্গে কাজ করা হয়নি কখনো। প্রথমবারের মতো একসঙ্গে কাজ হচ্ছে। নাটকটির গল্প খুব চমৎকার।

বর্তমান সময়ের জনপ্রিয় তিন তারকাকে এক করতে পেরে নাটকটির পরিচালক আবু হায়াত মাহমুদ বেশ উচ্ছ্বসিত। তিনি আশাবাদী, সবকিছু পরিকল্পনা মতো হলে নাটকটি দর্শকদের ভালো লাগবেই।

জাহিদ, চঞ্চল, তিশা ছাড়াও ‘ফেয়ার প্লে’ নাটকে আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ আরও অনেকে।

প্রযোজনা সূত্রে জানা গেছে নাটকটি বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।

সারাবাংলা/এএসজি/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর