শরিফুল রাজের সঙ্গে কে?
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৯:০৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৯:৪১
২৮ অক্টোবর ২০২৩ ১৯:০৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৯:৪১
ভারতের কলকাতার ইডেন গার্ডেনে চলছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ। সে ম্যাচ দেখতে প্রচুর বাংলাদেশিও সেখানে গিয়েছেন। খেলার মাঠে দেখা গেল শরিফুল রাজকে। তার সঙ্গে দেখা গেল একজন অভিনেত্রীকে। তাদের দুজনের গায়ে পরা ‘কাজল রেখা’ ছবির টি-শার্ট’।
জানা গেল, ওই অভিনেত্রীর নাম মন্দিরা। তারা দুজনই গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ ছবিতে অভিনয় করেছেন। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি যা আসছে সিনেমা হলে। এরই অংশ হিসেবে মাঠে গিয়ে প্রচারটা চালাতে চাইছেন তাঁরা। এ জন্য রাজ-মন্দিরা-সেলিমসহ আরও কয়েকজন ভারত গেছেন।
শুধু এ ম্যাচই নয়, ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।
সারাবাংলা/এজেডএস