Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও কলকাতায় দুর্গাপূজায় যত গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৯

আমাদের দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা’। এ উপলক্ষে আগে এক সময় প্রচুর অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশিত হত। আগের মত না হলেও এবার বেশ কয়েকটি পূজার গান প্রকাশিত হয়েছে। অনেক শিল্পী প্রকাশ করেছেন গানের ভিডিও।

দুর্গাপূজার একটি আগমনী গান ‘এলো মা দুর্গা’। গানটিকে নতুন করে সাজিয়ে মিউজিক ভিডিওতে ফুটিয়ে তুলে কণ্ঠ দিয়েছেন বীর মুক্তিযুদ্ধা ২১শে পদক প্রাপ্ত ও শব্দ সৈনিক ডক্টর অরূপরতন চৌধুরী। কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব। আর মডেল হিসাবে কাজ করেছেন মাহতাবিন মমো ও ইব্রাহীম ঈশান।

বিজ্ঞাপন

দুর্গাপূজা উপলক্ষ্যে সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের নতুন গান ‘আনন্দেরই দিন’ মুক্তি পাচ্ছে। শিল্পীর নিজের কথা, সুর, সঙ্গীতে মিউজিক ভিডিও আকারে বের হচ্ছে তারই ইউটিউব চ্যানেল থেকে।

তিনি জানান, ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলোই ছিল পূজার অন্যতম আকর্ষণ। সেই ধারাবাহিকতায় প্রতিবছর আমাদের দেশেও শারদীয় দুর্গোৎসবে নতুন গান প্রকাশিত হয়। আর এবারের পূজায় আমার গান থাকছে। আমি আশা করছি দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবে।

এবারের দুর্গাপূজায় তাই তো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘সিলন সুপার সিঙ্গার’খ্যাত সংগীতশিল্পী শিলা দেবী। সনাতন ধর্মাবলম্বীদের পূজার আনন্দ খানিকটা বাড়িয়ে দিতে ‘হে ভবানী’ ও ‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামে দুটি গান গেয়েছেন তিনি। গান দুটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। যেগুলো কয়েক দিনের মধ্যেই প্রকাশ পাবে।

বিজ্ঞাপন

‘হে ভবানী’ গানটি প্রকাশ পাবে কণ্ঠশিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’তে। এ ছাড়া অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে গান দুটি মুক্তি পাবে। এই গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। তিনি নিজেই মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন। মিউজিক করেছেন সুমন কল্যাণ।

‘হে ভবানী’ ছাড়াও সংগীতশিল্পী শিলা দেবীর আরও একটি গান আসছে এবারের পূজায়। ‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামের গানটিতে আরও গেয়েছেন সংগীতশিল্পী পুলক অধিকারী ও চম্পা বণিক। হীরেন্দ্রনাথ মৃধার লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী আর সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

এছাড়া কলকাতার শিল্পীরা অসংখ্য পূজার গান প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে স্বাতী পালের ‘মন পাখি’। গানটির কথাও লিখেছন তিনি। সুর করেছেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়। সুমন চ্যাটার্জীর কথা, সুর ও কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘একটা নতুন রাত একটা নতুন দিন’। গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক মুখোপাধ্যায়।

সাধনা রায়ের আবৃত্তিতে প্রকাশিত হয়েছে কবিতা ‘ডাক সাক প্রতিমায় রঙ দেয় অভিরাম পাল’। কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। ‘কলি জানে অলি কী বলে যায়’ শিরোনাম গান গেয়েছেন শুভজিৎ। শ্যামল সেনগুপ্তের কথায় গানটির সুর করেছেন বদ্ধুদেব গাঙ্গুলী। সংগীতায়োজন করেছেন সায়ন গাঙ্গুলী।

সারাবাংলা/এজেডএস

কলকাতা ঢাকা দুর্গাপূজার গান শারদীয় দুর্গাপূজা ২০২৩

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর