Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেলো নীরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৬:০২

তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাসের ছবি ‘ছায়াবৃক্ষ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও নীরব। ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা।

বন্ধন বিশ্বাস বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে বেশ প্রশংসা করেছেন। আমরা চাই খুব দ্রুতই ছবিটি মুক্তি দিতে। ভালো একটি তারিখ দেখে আনুষ্ঠানিকভাবে তা জানাবো।’ তবে চেষ্টা আছে দূর্গাপূজায় ছবিটি মুক্তি দেওয়ার।

বিজ্ঞাপন

২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু দুজনেই ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

নীরব বলেন, চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো ছবিটি দারুণ হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।

চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। ছবিতে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু।

‘ছায়াবৃক্ষ’ ছবিটির গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র। অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নিরব হোসাইন। এছাড়াও রয়েছেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ।

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস ছায়াবৃক্ষ নীরব

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর