Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজকে উদ্দেশ্য করে পরীমণি বললেন, ‘আল্লাহ বাঁচাইছে!’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০

এ মুহূর্তে ‘টক অব দ্য কান্ট্রি’সেলিব্রেটি ক্রিকেট লীগ। সেখানে চয়নিকা চৌধুরীর দল থেকে খেলার কথা ছিল পরীমণির। আর শরিফুল রাজ না খেললেও মাঠে আছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দলে। শুক্রবার রাতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দলের সঙ্গে দীপংকর দীপনের দলের মারামারির ঘটনা ঘটেছে। সে ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে অভিযোগ এসেছে রাজ রিপার গায়ে হাত তোলার।

এ ঘটনায় দীপংকর দীপনের দলের ছয় সদস্যকে শুক্রবার রাতেই জাতীয় আর্থোপেডিক হাসাপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এরা হলেন- শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। দীপংকর দীপন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দলের বিপক্ষে আয়োজক ও ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

আর এ ঘটনায় পরীমণি তার সাবেক জীবনসঙ্গী রাজকে একহাত নিতে ছাড়েননি। তাদের সম্পর্ক যখন ভালো ছিল তখন যেমনি ভালোবাসা ও আবেগে ভরপুর স্ট্যাটাস দিয়েছেন, তেমনি সম্পর্ক খারাপের সময়ে দিয়েছেন উল্টো স্ট্যাটাস। এই যেমন তিনি এবার রাজকে গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

নিজের ফেসবুক আইডিতে পরীমণি লিখেছেন, এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে। আল্লাহ বাঁচাইছে!’

পরীমণি-শরিফুল রাজ দেড় বছরের সংসারজীবনের ইতি টেনেছেন গেল ১৮ সেপ্টেম্বর।

সারাবাংলা/এজেডএস

পরীমণি শরিফুল রাজ সেলিব্রেটি ক্রিকেট লীগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর