Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাইগার ৩’ দিয়ে ঘুরে দাঁড়াবেন সালমান!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ক্যারিয়ারে একের পর এক ফ্লপ যাচ্ছে। সবশেষ মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিও সুপার ফ্লপ। তবে ‘টাইগার ৩’ দিয়ে সালমান ইন্ডাস্ট্রিতে আবার তার অবস্থান ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে। ব্যবসায়িক বিশ্লেষকরা বলছেন চলতি বছরের তৃতীয় ছবি যেটি ১ হাজার কোটি টাকা আয় করতে যাচ্ছে।

ট্রেড এনালাইজদের এ অনুমান যে ভুল না তার প্রমাণ রাখলেন ছবিটির টিজারে। বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসা ‘টাইগার ৩’র টিজার দেখে অন্তত এমনটাই মনে করছেন দর্শক-সমালোচকরা। দেশপ্রেমের সঙ্গে তুমুল অ্যাকশন; এটা বরাবরই সালমানের প্রিয় ও সফল ক্ষেত্র। ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর উৎকৃষ্ট উদাহরণ। নতুন ছবিতেও সেই মশলা নিয়ে হাজির তিনি।

বিজ্ঞাপন

এক মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে অবিনাশ সিং রাথোর তথা টাইগার হয়ে নিজের বার্তা দিয়েছেন সালমান খান। এতে দেখা যায়, ভারতীয় স্পাই এজেন্ট হলেও কোনও কারণে টাইগারকে দেশদ্রোহী বলে প্রচার করা হচ্ছে। নিজের বার্তায় টাইগার বলে, ‘আমার ছেলেকে আমি নই, গোটা ভারত বলবে ওর বাবা কী ছিল, দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক’।

টিজারের শেষ সংলাপটি দর্শকের আগ্রহ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। যেখানে সালমান বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত টাইগার মরেনি, ততক্ষণ পর্যন্ত সে হারেনি।’

উল্লেখ্য, ‘টাইগার ৩’ হলো যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার হিট স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ মুক্তি পায়। সবগুলো সিনেমাই বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। নতুন ছবিটিও সেই ধারা অব্যাহত রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া ভিলেন চরিত্রে ইমরান হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হবেন ‘পাঠান’ রূপী শাহরুখ খান। দীপাবলি উৎসব উপলক্ষে আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

সারাবাংলা/এজেডএস

টাইগার ৩ সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর