Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটিতে আসছে ইমন-আইরিনের ‘কাগজ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২০

যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন ও আইরিন সুলতানা। ছবিটি গত বছরের ২৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

এবার ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। ২৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মটিতে দর্শকরা ছবিটি দেখতে পাবে।

বিজ্ঞাপন

ইমন আহমেদ চরিত্রে অভিনয় করছেন নায়ক ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে।’

ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। তিনি বলেন, ‘রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্বপুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন।’

নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবেন। আমার প্রথম সিনেমায় কোনো কিছুরই কমতি রাখিনি। দর্শকদের চাহিদা অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছি।’

সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। ছবির গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আইরিন ইমন কাগজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর