Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নচিকেতার সুরে গাইলেন সামিনা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৪

নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী গাইলেন প্রখ্যাত নচিকেতার সুরে।। জুলফিকার রাসেলের কথায় গানের শিরোনাম ‘আমি ভালো নেই’। পঞ্চমের সংগীতায়োজনে গানের ভিডিও প্রকাশ পেয়েছে ২০ সেপ্টেম্বর। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গিটার হাতে সামিনা চৌধুরীকে। এটি নির্মাণ করেছেন আবিদ হাসান।

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘জুলফিকার রাসেল মানুষের মনের কথাগুলো গানের ভাষায় তুলে আনতে পারে নিখুঁতভাবে। তেমনি এই গানটি যখন রেকর্ডিং করছিলাম, মনে হলো গাইছি না। বার বার মনে হতো, আমি বুঝি কথা বলছি। মনের কথাগুলো প্রিয় কাউকে মুখোমুখি বসে বলছি। অদ্ভুত সুন্দর কথার একটা গান। সঙ্গে নচিকেতার মিষ্টি সুর আর পঞ্চমের সংগীতায়োজন। দারুণ একটা গান হয়েছে। আমার খুবই পছন্দের একটি গান।’

বিজ্ঞাপন

গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী গুণী একজন শিল্পী। ওনার জন্য এটা আমার দ্বিতীয় সুর। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার দরকার নেই। আশা করছি আমাদের নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, এর আগে গত বছর পহেলা বৈশাখে জুলফিকার রাসেল, নচিকেতা চক্রবর্তী, সামিনা চৌধুরী ও রিদওয়ান নবী পঞ্চম জুটির প্রথম গান প্রকাশ হয় জুটি মিউজিকের ব্যানারে। ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়।

সারাবাংলা/এজেডএস

নচিকেতা সামিনা চৌধুরী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর