‘ডিভোর্স লেটারে’ যে চার কারণ দেখালেন পরীমণি
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৯
আনুষ্ঠানিকভাবে শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। যেখানে তিনি চারটি কারণ দেখিয়েছেন বিচ্ছেদ চাওয়ার। সারাবাংলার হাতে আসা তাদের ডিভোর্স লেটারে এ চারটি কারণ পাওয়া গেছে।
পরীমণি যে চারটি কারণ দেখিয়েছেন সেগুলো হলো─১. মনের অমিল হওয়া, ২. বনিবনা না হওয়া, ৩. খোঁজ না নেওয়া ও ৪. মানসিক অশান্তি। এই কারণগুলোর জন্য মুসলিম বিবাহ আইনের ১৮ নং ধারা অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান পরীমণি।
ডিভোর্স লেটারটি পাঠানো হয়েছে উত্তর বাড্ডা কাজী অফিস থেকে। যেখানে পরীমণির বাসা হিসেবে শান্তিনগরের পীর সাহেবের গলির একটি বাসার ঠিকানা দেওয়া হয়েছে। শরিফুল রাজের ক্ষেত্রে তার গ্রামের ঠিকানা ব্যবহার করা হয়েছে।
২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা সেই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই। অবশেষে সেই জল্পনাই সত্য হলো।
সারাবাংলা/এজেডএস