Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূরকে হাসপাতালে ভর্তি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭

প্রতিনিয়ত দেশের অনেক মানুষই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। আশঙ্কাজনকভাবে বাড়ছে এর সংখ্যা। শোবিজ অঙ্গনের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সে তালিকায় যুক্ত হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অসুস্থতার বিষয়টি সাবিলা নূর তার ফেসবুক ফ্যান পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন।

সাবিলা নূরের মা মুশরাত গণমাধ্যমকে জানিয়েছেন, আগের চেয়ে সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। তিনি বলেন, সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু মঙ্গলবার তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। সকলের দোয়া চাই।

মডেলিং থেকে নাটকে অভিনয় শুরু করেন সাবিলা নূর। গত কয়েক বছরে ব্যতিক্রমী সব কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রথমসারীর অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছেন।

সারাবাংলা/এজেডএস

ডেঙ্গু সাবিলা নূর হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর