‘জাওয়ানের সেল রিপোর্ট দেওয়া যাবে আরও ১০ দিন পর’
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৩
বিশ্বের ১০ হাজার সিনেমার হলে একযোগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। বাংলাদেশেরও ৪৬টি সিনেমা হলে চলছে ছবিটি। এটি ৬০০ কোটি টাকার উপরে আয় করেছে বক্স অফিসে। কিন্তু বাংলাদেশে কত আয় করলো? এ প্রশ্ন সকল কিং খান ভক্তদের।
প্রশ্নটি উত্থাপন করা হয়েছিল ‘জাওয়ান’ আমদানিকারক অনন্য মামুনের কাছে। তিনি বলেন, বাংলাদেশে তো প্রফার বক্স অফিস নেই। এরপরও ঠিকঠাক হিসেব আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে এ সেল রিপোর্ট দেওয়া যাবে আরও ১০ দিন পর’।
এ দেরি হওয়ার কারণ হিসেবে মামুন বলেন, হল মালিকদের কাছ থেকে আসা হিসেবে যাচাই বাছাই করে তারা সঠিকটাই প্রকাশ করবেন। এর জন্য এ সময়টুকুন নিচ্ছেন তারা।
৭ দিনের হিসেব না দিলেও অনন্য মামুন গেল ১০ সেপ্টেম্বর দেশের অন্য আরেকটি গণমাধ্যমকে বলেছিলেন প্রথম দুদিনে ছবিটির আয় ছিল ৩৫ লাখ টাকা।
অন্যান্য দেশের মত বাংলাদেশেও ৭ সেপ্টেম্বর থেকে ছবি চলছে। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি ওই হলগুলোতে চলছে। হল কমা, বাড়ার ব্যাপার না থাকলেও সিনেপ্লেক্সগুলোতে শো বেড়েছে ছবিটির। স্টার সিনেপ্লেক্স ৪২টি থেকে ছবিটির শো বাড়িয়ে করেছে ৫৭টি। লায়ন সিনেমাস ৮টি শো থেকে করেছে ১৬টি। আবার চট্টগ্রামের সিলভার স্ক্রিণ দ্বিতীয় সপ্তাহে ৪২টি শো রেখেছে।
রেড চিলি এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। এটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক আটলি কুমার। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গেছে আরেক দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জাওয়ান’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিপরীতে বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে ‘নবাব এলএলবি’।
হল মালিকরা দীর্ঘদিন ধরে দেশে হিন্দি ছবি চালানোর জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির অবস্থান ছিল এর বিপক্ষে। পরে চলচ্চিত্রের ১৮টি সংগঠন এক সমঝোতার মাধ্যমে হিন্দি ছবি আমদানিতে সম্মতি দেয়। গত ১১ এপ্রিল পাঁচ শর্তসাপেক্ষে সরকার দুই বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দেয়। এরই মধ্যে সিনেমা হলে প্রদর্শিত হয়েছে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দুটি। সামনে আমদানির তালিকায় রয়েছে ‘টাইগার থ্রি’, ‘সালার’, ‘কেজিএফ থ্রি’, ‘ডানকি’ ইত্যাদি।
সারাবাংলা/এজেডএস