Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবনূরের হৃদয় এখনও কাঁদে সালমানের জন্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৬

সালমান শাহ-শাবনূর জুটি। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসাসফল ও জনপ্রিয় জুটিগুলোর একটি। একসঙ্গে মাত্র ১৪টি ছবি করেছেন। আর তাতেই দর্শকদের হৃদয়ে এ জুটি এখনও অম্লান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের অকাল মৃত্যুতে শেষ হয় এ জুটির যাত্রা।

সালমান শাহের সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জন থাকলেও কখনো তা স্বীকার করেননি তাদের দুজন। প্রেম, ভালোবাসা না থাকুক একসঙ্গে অনেকদিন কাজ করলে একজনের প্রতি একধরনের মায়া জন্মায়। আর সে মায়া তো আজীবনের। তাই তো মৃত্যুর ২৭ বছর পরে এখনও যেমন ভক্ত, দর্শকরা সালমান শাহকে স্মরণ করেন, তেমনি ভুলতে পারেননি শাবনূর।

বিজ্ঞাপন

প্রিয় এ সহকর্মী, বন্ধুকে নিয়ে বারবারই নিজের আবেগ, ভালোবাসার কথা জানিয়েছেন শাবনূর। তার প্রসঙ্গ এলেই আবেগপ্রবণ হয়ে পড়েন এ অভিনেত্রী। সে আবেগের কিছুটা প্রকাশ পেয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে।

ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান। তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়। অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ২৭ বছর পর এখনও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকেরা। যেখানে আছো ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফেরাত কামনা করছি।’

সারাবাংলা/এজেডএস

মন কাঁদে শাবনূর শাবনূরের হৃদয় এখনও কাঁদে সালমানের জন্য সালমান শাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর