Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সালমানের ছবি সপ্তাহ বিকালো ২ লাখে!

আহমেদ জামান শিমুল
৩১ আগস্ট ২০২৩ ১৬:৩৮

বড় আশা নিয়ে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি আমদানি করেছিলেন। কিন্তু ব্যবসায়িকভাবে চরম হতাশ আমদানিকারক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। ‘এতটা খারাপ করবে ভাবি নাই’,─ বলেন লিপু।

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গেল ২১ এপ্রিল মুক্তি পায় ফরহাদ সামজি পরিচালিত ছবিটি। ১৫০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ১০০ কোটি পার করেছে বহু কষ্টে। বক্স অফিস বিশেষজ্ঞরা এটিকে ‘সুপার ফ্লপ’ আখ্যা দিয়েছেন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ছবিটি গেল ৩১ মে বাংলাদেশে আমদানির অনুমতি পায় মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। তবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ১৮ আগস্ট।

বিজ্ঞাপন

আমদানিকারক প্রতিষ্ঠান ৩ হাজার ডলারে ছবিটি আমদানি করে। ২৫ আগস্ট বাংলাদেশের ৪২টি সিনেমা ছবিটি মুক্তি পায়। সিনেমা হলের জন্য পোস্টার, ব্যানার, প্রজেক্টর মেশিন ভাড়াসহ ছবিটির পিছনে মোট ১৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন লিপু।

তিনি চরম হতাশার কণ্ঠে মুঠোফোনে সারাবাংলাকে বলেন, ‘মুক্তির ব্যয় বাদ দেন আমদানি খরচও এখন পর্যন্ত তুলতে পারি নাই। আজকের দিন পর্যন্ত ২ লাখ টাকা হাতে পেয়েছি। আমি খুবই হতাশ।’

লিপু জানান, এর আগে বহু ভারতীয় ছবি আমদানি করলেও এতটা বাজে ব্যবসা করেনি কোনো ছবি। তিনি আপাতত আর কোন ভারতীয় ছবি আমদানি করবেন না বলে জানালেন। কিন্তু এ ছবিটি বাংলাদেশের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণ কী?

আমদানিকারকের মতে এর পিছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশে সালমান খানের ফ্যান অন্য বলিউড সুপারস্টারদের তুলনায় বেশ কম। কিন্তু একদমই কম তা কিন্তু না, তবে তারা সিনেমা হলে এসে ছবিটি দেখেননি। দ্বিতীয়ত, ছবিটির গল্পও খুব একটা ভালো না। যার কারণে কোথাও ছবিটি ভালো চলেনি। সবশেষ কারণ হিসেবে লিপু বলেন, ছবিটি ইতোমধ্যে পাইরেসি হয়ে গেছে, ওটিটিতে দেখা যাচ্ছে। যার ফলে সিনেমা হলে না দেখলেও অনেকে ছবিটি দেখেছেন বিকল্প উপায়ে। তাই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না।

বিজ্ঞাপন

অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংসহ অনেকে।

সারাবাংলা/এজেডএস

২ লাখ কিসি কা ভাই কিসি কি জান সালমান খান সুপারফ্লপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর