Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ সপ্তাহেই ওটিটিতে ডিরেকটরস কাট ‘সুড়ঙ্গ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৬:১৭

তুমুল জনপ্রিয় ‘সুড়ঙ্গ’ এবার চরকিতে আসছে নতুন ভার্সনে। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার আর ওটিটির দর্শকের জন্য বাড়তি পাওয়া। দেশ-বিদেশে সিনেমা হল জয় করা এই নতুন ভার্সনের ‘সুড়ঙ্গ’ ২৪ আগস্ট রাত ৮টা দেখা যাবে চরকিতে।

এই ঈদুল আজহায় (২৯ জুন) সিনেমা হলে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওজ লি: -এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।

বিজ্ঞাপন

‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকেই। সেই সাথে একটি আইটেম সং-এ নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শককে আরও আকর্ষিত করেছে।

আফরান নিশো বলেন, ‘আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। সেই সাথে দর্শক সিনেমা ও আমাদের কাজ ভালোবেসে আমাদেরকে উচ্ছসিত করেছে। এবার সুড়ঙ্গ মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন নাই তারা এখন চরকিতেসুড়ঙ্গ দেখে ফেলুন।‘

তমা মির্জা বলেন, ‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সুড়ঙ্গ আমার জন্য খুব বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেয়নি। আমরা সবাই এখন খুব এক্সসাইটেড যে চরকিতে আসবে সুড়ঙ্গ। ‘

রায়হান রাফী বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে সুড়ঙ্গ যে ব্লকবাস্টার আর এতো প্রশংসিত-আলোচিত হয়েছে তা সব দর্শকদের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি যেটা বৃথা যায়নি বলতেই পারি। ‘

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো তমা মীর্জা নতুন ভার্সন রায়হান রাফি সুড়ঙ্গ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর