Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়কে চড় মারলেই ১০ লাখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ আগস্ট ২০২৩ ১৯:৫৯

বড় স্টারদের ছবি মুক্তি পাবে, কিন্তু বলিউডে এ নিয়ে কোনো বিতর্ক হবে না─ তা হতে পারে না। বয়কট, হত্যাসহ নানান হুমকি অহরহ ঘটছে। সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে অক্ষয়ের ‘ওমজি টু’-এর প্রায় ২০ মিনিটের দৃশ্য পরিবর্তন করতে হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের ভয়ে। তবু থেমে নেই তারা। এবার রাষ্ট্রীয় হিন্দু পরিষদ অক্ষয়কে চড় মারার জন্য আহ্বান জানিয়েছে। আর তার মূল্য নির্ধারণ করেছে ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার মুক্তি পেয়েছে ‘ওএমজি টু’। ছবিটিতে অক্ষয়কে শিবদূতের ভূমিকায় দেখা গেছে। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে তারা। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই অক্ষয়কে ‘শিক্ষা’ দিতে ভয়ংকর ঘোষণা দিল এই হিন্দু সংগঠন।

বৃহস্পতিবার আগ্রায় প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হয়েছে অক্ষয়ের কুশপুত্তলিকা এবং সিনেমার পোস্টার। পাশাপাশি ভারত থেকে এই সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।

সংগঠনটির সভাপতি গোবিন্দ পরাসর অক্ষয় কুমারকে চড় মারা বা থুতু ছেটানোর জন্য ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা করেছেন। পাশাপাশি সিনেমাটি বয়কটের আহ্বানও করেছেন।

উল্লেখ্য, হিন্দু পরিষদ ছাড়াও বৃন্দাবনের দুর্গা বাহিনির প্রধান সাধ্বী রিতম্বরাও অক্ষয় অভিনীত এই সিনেমা নিষিদ্ধের দাবি তুলেছেন।

তার মন্তব্য, ‘এটি স্বাধীনচেতা হিন্দুদের দোষ, তাদের জন্যই বারবার বলিউড এ ধরণের সিনেমা তৈরির সাহস পায়। এর আগেও রুপালি পর্দায় হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে। হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলা উচিত নয়।’

সারাবাংলা/এজেডএস

১০ লাখ অক্ষয় কুমার ওমএমজি টু চড়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর