Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীকে ছাড়িয়ে গেল প্রিয়তমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ আগস্ট ২০২৩ ১৮:২২

উত্তর আমেরিকায় বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়া বাংলা ছবির মধ্যে আয়ের দিক দিয়ে ‘দেবী’কে ছাড়িয়ে তৃতীয়ু স্থানে ‘প্রিয়তমা’। এই তথ্য জানিয়েছেন ছবি দুটির কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। কমস্কোরের সূত্র তিনি দিয়ে বলেছেন, ‘প্রিয়তমা’র চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এক লাখ ছাব্বিশ হাজার ডলার। ‘দেবী’র ছিলো এক লাখ পঁচিশ হাজার ডলার।

বিজ্ঞাপন

‘প্রিয়তমা’র অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহে প্রদর্শনের রেকর্ডে ‘হাওয়া’ এর সাথে যুক্ত হলো ‘প্রিয়তমা’। ‘হাওয়া’ এর মতোই টানা পাঁচ সপ্তাহ আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলছে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।

সজীব আরো বলেন, শুধু তাই নয় উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমাও এখন ‘প্রিয়তমা’। আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৪ সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’র গ্রস কালেকশন ৬৭,১০৪ ডলার। এর আগে সবচেয়ে বেশি আয় করা ‘হাওয়া’ এ মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস করেছিল ৬৩,৫৪৮ ডলার। অবশ্য উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় ‘হাওয়া’র দখলে। আয় তিন লাখ আটান্ন হাজার ডলার। এরপরের জায়গাটি ‘পরান’ এর দখলে। আয় এক লাখ সাতাশি হাজার ডলার।

এই মুহুর্তে তৃতীয় অবস্থানে আছে ‘প্রিয়তমা ‘। দুই সপ্তাহে আয় করেছিলো এক লাখ বার হাজার ডলার। চার সপ্তাহে আয় এক লাখ ছাব্বিশ হাজার ডলার।

‘পরান’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি সত্তর এবং আশি প্লাস থিয়েটারে মুক্তি পেয়েছিলো। ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল বিয়াল্লিশ হলে।

সারাবাংলা/এজেডএস

উত্তর আমেরিকা তৃতীয় স্থানে দেবী প্রিয়তমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর