Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় একসঙ্গে ঘুরছেন শাকিব-অপু, আবার কি এক হচ্ছেন?

আহমেদ জামান শিমুল
১৫ জুলাই ২০২৩ ১৬:১৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৮:৪৬

সত্যিকারের প্রেম নাকি কখনও মরে না। তা বেঁচে থাকে অভিমানে কিংবা ঘৃণায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় শাকিব খান-অপু বিশ্বাস জুটির প্রেমও অমর—এমনটা বললে অত্যুক্তি হবে না। গেল বছর দেড়েক ধরে বড়সড় গুঞ্জন দুজন এক হচ্ছেন। শাকিব খান এ গুঞ্জনকে উড়িয়ে দিলেও অপু বিশ্বাস সম্ভাবনা জিইয়ে রেখেছেন।

যা কিছু রটে তা কিছু বটে! বাংলায় ভাষায় বহুল প্রচিলত প্রবাদ। এ প্রবাদের মূল ভাব নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। তবে শাকিব-অপু বিশ্বাসের ব্যাপারে ‘কিছু তো বটে’ বলা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলার এ প্রতিবেদকের হাতে আসা এ ভিডিওতে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায় একটি বিসালবহুল কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ম্যাকডোলোন্ডস থেকে বের হচ্ছেন শাকিব খান পুত্র জয়কে নিয়ে। পিছনে আসছেন অপু বিশ্বাস। ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলেন শাকিব খান। অন্যদিকে অপু বিশ্বাস বসলেন সামনের সিটে।

পুরো ঘটনাটি অন্য একটি গাড়ি থেকে বসে ভিডিও করেছেন কোন এক বাংলাদেশি। ভিডিওতে ঘটনার সময়কাল দেখাচ্ছে স্থানীয় সময় ১৪ জুলাই সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট। ভিডিওটি দেখুন এ লিংকে: https://fb.watch/lOb_KrL0xu/

আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি বিনোদন জগতের বিভিন্ন সূত্র জানাচ্ছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

মূলত গেল বছর থেকে অপু বিশ্বাস শাকিব খান ও তার সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করার চেষ্টা করছেন। গেল মার্চে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মসাতের অভিযোগ আনেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্লাহ। সে সময় রহমত উল্লাহর সঙ্গে সমঝোতা বৈঠকের ব্যবস্থা করেন অপু বিশ্বাস। তবে সে বৈঠক ভেস্তে গেলেও অপু-শাকিবের সম্পর্কের বরফ গলতে শুরু করে।

বিজ্ঞাপন

এমনিতে ছেলে জয়ের কারণে মাঝে-মধ্যে শাকিবের সঙ্গে দেখা হতো অপু বিশ্বাসের। তবে তাদের মধ্যে খুব একটা কথা হতো না। তবে বুবলির সঙ্গে বিয়ে-বাচ্চা নিয়ে বিতর্কের সময়ে অপু বিশ্বাস নানাভাবে শাকিবকে সমর্থন দেন। আর এতে অপু বিশ্বাসের প্রতি শাকিবের রাগ অনেকটাই কমে বলে গুঞ্জন।

গেল ১২ জুলাই আমেরিকার উদ্দেশ্যে অপু বিশ্বাস ছেলে জয়সহ উড়াল দেন। ঠিক কি কারণে তিনি গিয়েছেন তা তখন না জানালেও জানা গিয়েছিলো তিনি সেখানে বেশকিছু শোয়ে অংশ নিবেন। তবে এ ভিডিও প্রকাশের পর ‘শাকিব-অপু’ আবার এক হচ্ছেন এ গুঞ্জন জোরালো হচ্ছে। তবে গুঞ্জন কি শুধু গুঞ্জন থাকবে, নাকি পুরো প্রেম আবার এক হবে—তা হয়ত নিয়তির হাতেই ছেড়ে দিতে হবে!

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস টপ নিউজ নিউইয়র্ক শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর