Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়বার নিরব-স্পর্শিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুলাই ২০২৩ ১৪:৫৮

সরকারি অনুদানে রোজিনা নির্মাণ করেছেন ‘ফিরে দেখা’। ছবিটিতে প্রথমবারের মত জুটিবদ্ধ হন নিরব-স্পর্শিয়া। এ জুটি পুনরায় জুটিবদ্ধ হয়েছেন ‘সুস্বাগতম’-এ। পরিচালনা করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপাড়ে শুটিং শুরু হয়েছে।

‘সুস্বাগতম’ সিনেমায় এমন একটি মেয়ের গল্প বলা হবে যে পাইলট হওয়ার স্বপ্নে দিনরাত এক করে ফেলে। সিনেমাটিতে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। এতে যুবক চরিত্রের লুক আনতে ছাঁটতে হয়েছে শখের লম্বা চুল ও দাড়ি। এ প্রসঙ্গে নিরব বলেন, এই সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।

বিজ্ঞাপন

ছবিটিতে একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। শুটিংয়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছেন তারা। নদীতে ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব।

সারাবাংলা/এজেডএস

নিরব সুস্বাগতম স্পর্শিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর