Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার ২৮ হলে মিথিলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৩ ১৫:০০ | আপডেট: ৭ জুলাই ২০২৩ ১৭:৪৮

রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার ছবি ‘মায়া’-তে নাম লেখান ২০২১ সালে। রাজর্ষী দে পরিচালিত ছবিটি নির্মিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকের ছায়া অবলম্বনে। ছবিটি অবশেষে শুক্রবার (৭ জুলাই) কলকাতার ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মিথিলা নিজে।

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে খুব একটা খোলাসা করেননি মিথিলা। শুধু বলেছেন— ‘‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক ছবি দেখলেই বুঝতে পারবে।’’

বিজ্ঞাপন

১৯৮৯ সালের কলকাতা শহর থেকে গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’।

তারকাবহুল এই সিনেমায় মিথিলার সঙ্গে আরো অভিনয় করেছেন— গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, রণিতা দাশ, রাতশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।

‘মায়া’ সিনেমায় নাম লেখানোর পর আরো বেশ কিছু কাজ হাতে আসে মিথিলার। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট টু’-তে অভিনয় করেছেন, এটি মুক্তিও পেয়েছে। এক বছর আগে ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছিলেন। তবে এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় তাকে। এবার কেন্দ্রীয় চরিত্র দিয়ে টলিউডে যাত্রা শুরু করলেন মিথিলা।

সারাবাংলা/এজেডএস

কলকাতা মায়া মিথিলা ম্যাকবেথ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর