Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ‘তারার মেলা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জুন ২০২৩ ১৩:৪০

ঈদ-উল-আযহায় বর্ণিল সব আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। কেন্দ্রটি ঈদের আগের দিনসহ ৪দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। অনুষ্ঠানমালায় এবারো প্রচারিত হবে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টায়। বিশেষ আঙ্গিকে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ ও নাট্যশিল্পী শামীমা তুষ্টির নজরকাড়া উপস্থাপনায় চিত্রনায়িকা নার্গিস আক্তার নিপুণ, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ, কন্ঠশিল্পী আঁখি আলমগীর, ইমরান হোসেন, কোনাল, বাংলাদেশী আইডল খ্যাত মং অ চিং মারমা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত রাফাহ নাজিবা তোরসাসহ এক ঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার ও নেছার উদ্দিন।

বিজ্ঞাপন

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেতা ও মডেল নিরব এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের খ্যাতিমান শিল্পীসহ প্রায় সাড়ে ৬শ’ শিল্পী অংশ নিয়েছেন ঈদের অনুষ্ঠানমালায়। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অরুণা বিশ্বাস থাকবেন বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’য়। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫টা ৩০মিনিটে। চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়ক নিরব কথা বলবেন ‘তারকা কথন’ এর দুটি পর্বে। পর্ব দুটি প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের পরের দিন রাত ১১ টায়।

বিজ্ঞাপন

ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন রাত ১০ টায় প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। এতে গান গাইবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমা রায়, ক্লোজআপ তারকা খ্যাত আশিকুর রহমান মেহরাব এবং আধুনিক গানের শিল্পী অনুপমা মুক্তি। অনুষ্ঠানগুলো প্রযোজনা করেছেন রোমানা শারমীন। ঈদে ব্যান্ড সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘রক এন্ড পপ’ এ গান পরিবশেন করবে সোলস, এফ মাইনর ও মেট্রিক্যাল এর মতো দেশসেরা ব্যান্ডদলগুলো। অনুষ্ঠানগুলো প্রচারিত হবে ঈদের দিনসহ প্রতিদিন সন্ধ্যা ৬টায়। এবার প্রথমবারের মতো বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীদের নিয়ে ঈদে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। ‘আনন্দ আয়োজন’ এবং ‘আনন্দ আনন্দ’ নামে এই বিশেষ অনুষ্ঠান ২টি প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৯টা ২০ মিনিটে এবং ঈদের তৃতীয় দিন রাত ১১টায়। জমজ সন্তানদের মজার মজার কান্ডকারখানা নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘একই রকম’ ঈদের পর দিন বিকেল ৪ টা৩০মিনিটে।

ঈদের দিন বিকেল ৩টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘বিয়ে পরীক্ষা’। চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম, ইমতিয়াজ বর্ষণ এবং মিলি বাশারসহ আরো কয়েকজন খ্যাতিমান অভিনয়শিল্পী অভিনয় করছেন ঈদের বিশেষ এই টেলিফিল্মে। চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ছায়াছন্দ প্রচারিত হবে বিকেল ৪টায়। ঈদ ফ্যাশন নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল ৪টা ৩০মিনিটে। শিশুতোষ মজার নাটক ‘আইনুলস্টাইন’ প্রচারিত হবে বিকেল ৫টায়। বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নুপুরের ছন্দে’ প্রচারিত হবে সন্ধ্যা ৭ টা ৩০মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় প্রচারিত হবে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরানন্দ’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে আর আধ্যাত্মিক গানের অনুষ্ঠান ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৩টায়। ম্যাগাজিন অনুষ্ঠান ‘উচ্ছ্বাস’ প্রচারিত হবে বিকেল ৩টায়। হাসি আনন্দে ভরপুর মজার ও জমজমাট ‘প্রীতি বিতর্ক’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৫টায়। বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নুপুরের ছন্দে’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।

ঈদের তৃতীয় দিন বেলা ১১টায় প্রচারিত হবে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘গহীনের গান’ প্রচারিত হবে দুপুর ১২টায়। ম্যাগাজিন অনুষ্ঠান ‘আঁরার চাঁটগা’ প্রচারিত হবে বিকেল ৩টায়। রাজনীতিবিদদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’ প্রচারিত হবে বিকেল ৩টা ৩০মিনিটে। বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নুপুরের ছন্দে’ প্রচারিত হবে সন্ধ্যা ৭ টা ৩০মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাম্পান’ প্রচারিত হবে রাত ৯টা ৩০মিনিটে।

এছাড়া, ঈদে দর্শকদের নিখাদ বিনোদন দিতে আরো কিছু বর্ণিল অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র।

সারাবাংলা/এজেডএস

তারার মেলা বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর