Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো সুলতানপুর সিনেমার গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২৩ ১৪:১৬

ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন স্নিগ্ধজিত। সেই স্নিগ্ধজিতের গাওয়া প্রথম বাংলাদেশি গান ‘জানরে’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন।

গানটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয় শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাবে দর্শক শ্রোতারা।’

বিজ্ঞাপন

সুলতানপুর ছবির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সানজু জন ও অধরা খান। এছাড়াও ছবিটির মূখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন।

উল্লেখ্য, নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্যা লিডার’ ছবিটির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটি ছিল এই নির্মাতার প্রথম সিনেমা। এর দীর্ঘ কয়েক বছর পর তিনি আরো একটি পলিটিক্যিাল থ্রিলার অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হলেন।

সারাবাংলা/এজেডএস

অধরা খান সানজু খান সুলতানপুর সৈকত নাসির

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর