Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রজয়ন্তীতে বিটিভির আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২৩ ১৩:১২

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বেশ কয়েকটি অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তির অনুষ্ঠান ও নাটক। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে ৮ মে রাত ১০ টা ২০ মিনিটে।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল। তাসনুভা মোহনার উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। রয়েছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় এটি প্রচারিত হবে ৮ মে বিকাল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।

বিজ্ঞাপন

এছাড়াও প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাব’, ‘গীতবিতান’, ‘গীতিমাল্য’, ‘গানের ঝর্ণাতলায়’ ও ‘ভালোবাসো যদি সখি’। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘অপরিচিতা’(পুনঃপ্রচার)।

বিশেষ সংগীতানুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। তাসনুভা মোহনার উপস্থাপনায় ও আবু তৌহিদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ৮ মে রাত ১০ টা ২০ মিনিটে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল।

বিজ্ঞাপন

আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় এটি প্রচারিত হবে ৮ মে বিকাল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় রবীন্দনাথের কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।

সারাবাংলা/এজেডএস

বিটিভি রবীন্দ্রজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর